ক্রীঢ়া প্রতিবেদক
সাকিব আল হাসান একুশ শতাব্দীর বিশ বছর ধরে আছেন ক্রীড়া জগতে। স্বল্প সময়ে সাকিবকে এই শতাব্দীর সেরা ক্রিকেটার নির্বাচন করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণায় ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি নির্বাচন করেছে উইজডেন। ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডার টেস্টে জায়গা পেয়েছেন ষষ্ঠ স্থানে। টি-টোয়েন্টিতে অবশ্য সেরা ২০-এ জায়গা হয়নি এক বছরের নিষেধাজ্ঞায় থাকায়।
উইজডেনের জুলাই সংখ্যায় প্রকাশিত হয়েছে সেরাদের এই তালিকা। তালিকায় টেস্টে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডেতে সেরা খেলোয়াড়ের তকমটা জুটছে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের। আর টি-টোয়েন্টিতে যে সম্মান পেয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। টেস্টে মুরালিধরন ছাড়া সাকিবের ওপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, গ্লেন ম্যাকগ্রা ও দক্ষিণ আফ্রিকার শন পোলক।
এস/জে
Leave a Reply