নিজস্ব প্রতিবেদক
আগামী ২৯ জুন সোমবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৭ তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে শৌখিন থিয়েটার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। মাইকেল স্মরণ ও মাইকেল কথন’ দুইপর্বের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হবে শৌখিন থিয়েটারের নিজস্ব ফেইজবুক পেইজে। মাইকেল স্মরণ ‘মাইকেল কথন’ও ‘মাইকেল, মেঘনাদ এবং গৌতম হালদার। ১ম পর্বটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। হামিদুর রহমান পাপ্পু পরিচালনায় ও সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন ড. আশীষ গোস্বামী, মিলনকান্তি দে এবং সাইমন জাকারিয়া। উৎপল দত্তের মাইকেল প্রসঙ্গে ড. আশিষ গোস্বামী, অমলেন্দু বিশ্বাসের বিদ্রোহী মাইকেল প্রসঙ্গে বলবেন মিলনকান্তি দে এবং দেশ বিদেশের মাইকেল প্রসঙ্গে বলবেন সাইমন জাকারিয়া। আলোচনার পর দ্বিতীয় পর্বে বিশেষ আকর্ষণ‘মাইকেল, মেঘনাদ এবং গৌতম হালদার’। মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য মেঘনাদবধ কাব্যের সৃজন বিশ্লেষণ এবং নিজের একক অভিনয় দিয়ে বহুমাত্রিক চরিত্র রূপায়নের নবরূপায়ন দেখা যাবে আয়োজনের এই দ্বিতীয় পর্বে। আয়োজনের গ্রন্থনায় অপূর্ব কুমার কুন্ডু শৌখিন থিয়েটারের প্রধান নির্বাহী হামিদুর রহমান পাপ্পুর এই সামগ্রিক আয়োজন বর্তমান থমকে থাকা সময়ে সুধী দর্শক শ্রোতাকে কিছুটা সময়ের জন্য হলেও জ্ঞান, বিনোদন এবং আনন্দে ভরিয়ে তুলবে।
এস/জে
Leave a Reply