বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে তার আগের বছরের অর্ধেকের কম
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগের এই চিত্র মহামারী পরবর্তী ভবিষ্যতের জন্য অশনি সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে।
জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আঙ্কটাড মঙ্গলবার বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০২০ প্রকাশ করেছে।
তাতে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশে এফডিআই এসেছে ১৫৯ কোটি ৭০ লাখ (১.৫৯ বিলিয়ন) ডলার।
এই অঙ্ক গত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। আগের বছর ২০১৮ সালে বিদেশি বিনিয়োগ এসেছিল ৩৬১ কোটি ৩০ লাখ (৩.৬১ বিলিয়ন) ডলার।
২০১৮ সালে বাংলাদেশে একক বছরে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে। এর মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ করে জাপানের কোম্পানি জাপান টোব্যাকো। আকিজ গ্রুপের তামাক ব্যবসা কেনা বাবদ প্রায় ১৫০ কোটি (১.৫ বিলিয়ন) ডলার বিনিয়োগ করেছিল তারা।
বিদেশি বিনিয়োগের এই করুণ চিত্রের এই হিসাব যখন কষা হয়েছে, তখনও করোনাভাইরাস মহামারী বিশ্বে দেখা দেয়নি।
এখন কোভিড-১৯ মহামারীর কারণে তছনছ হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে ২০২০ সালে এফডিআই আরও কমবে এবং তার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আভাস দিয়েছে আঙ্কটাড।
২০১৯ সালে বিদেশি বিনিয়োগের নাজুক অবস্থার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশে মার্কিন বিনিয়োগকারীদের চেম্বার অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “বাংলাদেশে এফডিআইয়ের প্রধান সমস্যা হচ্ছে ব্র্যান্ডিং।
“বিদেশি বিনিয়োগকারীদের সামনে আমরা এখনও আমাদের ব্র্যান্ডিং যথাযথভাবে তুলে ধরতে পারিনি। এছাড়া আমাদের বন্দরের সমস্যা আছে। এতদিনেও আমরা আমাদের বন্দরের অটোমেশন করতে পারিনি। এটা খুবই দুখঃজনক।
Leave a Reply