বিনোদন প্রতিবেদক
আবারও নতুন কারও সঙ্গে প্রেম করতে যাচ্ছেন পরীমনি? তাহলে কে এই প্রেমিক? ফেসবুকে ‘নয়া প্রেমিক, ফার্স্ট ডেট’ পরীমনির এমন স্ট্যাটাসের পর কৌতূহল অনেকের। অনেকে ভাবছেন, জনপ্রিয় নায়িকা পরীমনি কি আবার নতুন করে প্রেম করতে যাচ্ছে? ঘটনা সত্য তবে। কোনো পুরুষের সঙ্গে নয়, নতুন গাড়ির সঙ্গে।
গত বৃহস্পতিবার রাতে পরীমনি ফেসবুকে কালো রঙের একটি গাড়ির ছবি প্রকাশ করেছেন। আর এর ক্যাপশনে লিখেছেন, ‘নয়া প্রেমিক, ফার্স্ট ডেট।’ ছবিতে গাড়ির ড্রাইভিং সিটেও দেখা গেছে এই নায়িকাকে। নতুন গাড়িটি তিনি কবে কিনেছেন কিংবা এর সম্পর্কে নানা প্রশ্ন কমেন্ট ঘরে দেখা মিললেও নিশ্চুপ আছেন পরী।
পরীমনি সর্বশেষ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা শিশুদের ভ্রমণের কাহিনি নিয়ে এই ছবির বেশির ভাগ শুটিংই হয়েছে লঞ্চে। ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল।
এস/জে
Leave a Reply