আন্তর্জাতিক ডেস্ক
অভিনয় অঙ্গনে আত্মহত্যার ঘটনা স্বাভাবিক হয়ে যাচ্ছে। আজ একজন তো কাল একজন। কয়েকদিনের ব্যবধানে ভারতের বেশ কয়েকজন গুণী শিল্পীর আত্মহত্যার সংবাদ আমাদের শুনতে হয়েছে। একই পথ ধরলেন ভারতের জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। তিনি গত বৃহস্পতিবার রাতে ভারতের দিল্লিতে নিজ বাসায় সে আত্মহত্যা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ১৬ বছর বয়সী সিয়া কক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার অর্জুন সারিন।
অর্জুন সারিন বলেন, ‘ভালোই কাজ করছিল সিয়া কক্কর। বৃহস্পতিবার রাতেও আমার সঙ্গে কথা বলল। নতুন কিছু কাজ নিয়ে আলোচনাও হলো। লকডাউনে বাড়িতে বসেই কাজ করে যাচ্ছিল। হাত ফাঁকা ছিল এমনটাও নয়। গলা শুনে একবারও মনে হয়নি, সিয়া অবসাদে ভুগছে।’
দিল্লি পুলিশ বলছে, সিয়ার বাসায় কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গত চারদিন ধরে সে অবসাদে ভুগছিল। ঘটনা তদন্তে তার ঘনিষ্ট বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দিল্লি পুলিশ জানায়, তদন্তের স্বার্থে সিয়া কক্করের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার পরিবারকে মোবাইল ফোনটি আনলক করতে নিষেধ করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত টিকটকে সিয়ার অনুরাগী সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি। মৃত্যুর ২০ ঘণ্টা আগেও সে টিকটকে একটি নাচের ভিডিও আপলোড করেছে।
এস/জে
Leave a Reply