নিজস্ব প্রতিবেদক
করোনা প্রতিরোধে কাজ করবে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির নির্মিত ‘জয় বাংলা’ এ্যাপস। প্লে-স্টোর থেকে ডাউনলোড করার পর স্মার্ট ফোন, ল্যাপটপ বা ডেক্সটপে প্লে করার পর এর এটি অনেকটা ফেসবুকের মতোই ব্যবহার করা যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি ফেসবুক থেকেও কিছুটা আপডেট করা হয়েছে। ইতোমধ্যে কাজ শেষ হয়েছে। আরও আপডেট করার প্রয়োজন আছে কিনা সেজন্য সিলিকন ভেলীর বিশেষজ্ঞদেরও দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রৌকৌশলী আবদুস সবুর। তিনি বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ হলে যদি কেউ একজন মনে করেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন এর জন্য আর বেগ পোহাতে হবে না। এই অ্যাপস-এর গিয়ে ফেসবুকের মতোই তিনি একটা স্ট্যাটাস দিবেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক তার পরিস্থিতি বুঝে পরামর্শ দিবেন। প্রয়োজনে ভিডিও কলে কথা বলবেন। ইতোমধ্যে চিকিৎসকদের এই প্লাটফর্মের আওতায় আনা হয়েছে বলেও জানান আবদুস সবুর।
জয় বাংলা অ্যাপসটি থেকে কখন মানুষ সুবিধা পেতে শুরু করবে জানতে চাইলে আবদুস সবুর বলেন, অ্যাপসটির কাজ শেষ পর্যায়ে। এটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য বিশেষজ্ঞদের আরও একবার দেখানো হচ্ছে। আশা করছি শীঘ্রই এটি সকালের সেবার জন্য উন্মুক্ত করতে করা যাবে।
শুধু যে এখানে করোনা রোগীরা চিকিৎসা নিবে তা নয়। কারও ব্লাড সংকট পড়লে সে জানাতে পারবে এবং সে অনুযায়ী সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবে। এই অ্যাপস-এর প্রায় অর্ধলক্ষ মানুষের উপস্থিতি থাকে সব সময়। বিশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে শুরু হওে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরাও এটিকে যুক্ত আছেন। ফলে, চিকিৎসা সহায়তা বিষয়টি নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাদের বিশ্বাস।
অ্যাপস নির্মানের ব্যয় কোন প্রতিষ্ঠান বহন করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই অ্যাপস নির্মানে আমরা কারও কাছ থেকে আর্থিক সহায়তা নেইনি। প্রত্যেকেই এখানে স্বেচ্ছায় কাজ করেছে।
Leave a Reply