ছোট বলে ফেলে রাখো
অবহেলায় যারা,
সাহস নিয়ে বলছি তাদের
বলছি শোনো তারা।
একদিন আমিও বড় হবো।
ভালোবেসে এই পৃথিবী
করব আমি জয়,
আসলে পথে শতেক বাধা
করবো নাকো ভয়।
একদিন আমিও বড় হবো।
দুঃখ সবার মুচবো আমি
গুচাবো ক্লান্তি,
সবার মনে বিরাজ করবে
সুখ আর শান্তি।
একদিন আমিও বড় হবো।
কাউকে আমি দেবো নাকো
করিতে অন্যায়,
ভালোবাসার পৃথিবী গড়বো
এই, আমার অভিপ্রায়।
একদিন আমিও বড় হব।
নতুন কিছু জয় করে
গড়বো ইতিহাস,
পূরণ করব আমার মনের
সকল অভিলাষ।
একদিন আমিও বড় হব।
বাসবে ভাল সবাই মোরে
সবার মনে রবো,
একদিন আমিও বড় হবো।
এস/জে
Leave a Reply